চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কর্মকর্তাদের সাথে মডেল থানা পুলিশের মতবিনিময়সভা শনিবার রাত ৮ টায় চাঁদপুর মডেল থানায় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মডেল থানার অফিসার্স ইনচার্জ মামুনুর রশীদ।
তিনি বলেন, চাঁদপুরের আইন শৃঙাখলা স্বাভাবিক রাখার লক্ষে পুলিশের সহায়ক হিসেবে কমিউনিটি পুলিশিং এর বিকল্প নেই। কমিউনিটি পুলিশিং এর সদস্যদের সহায়তায় চুরি ডাকাতি ছিনতাই কিছুটা হলেও বন্ধ হয়েছে। সদর উপজেলা কমিউনিটি পুলিশিংকে আরো শক্তিশালী ও গতিশীল করতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় টহল ব্যবস্থা আরো জোরদার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, মডেল থানার সেকেন্ড অফিসার মনির আহমেদ, কমিউনিটি পুলিশিং কর্মকর্তা সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, ওমর ফারুক, জাকির হোসেন, ফয়েজ উল্লাহ, জাকির হোসেন বহরদার, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, টিপু খান, রফিকুল ইসলাম, হাফেজ হাসান খান, জাকির হোসেন, জাকির মৃধা, ইব্রাহিম খলিল।
মাজহারুল ইসলাম অনিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur