চাঁদপুর কোস্টগার্ডের রাতব্যাপী অভিযানে বুধবার (১৭ ফেব্রুয়ারি) মেঘনা নদী থেকে জাটকা জব্দ করা হয়েছে। এসময় ৩ ব্যক্তিকে আটক করা হয়।
কোস্টগার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট এম এনায়েত উল্লাহ, (এসডি)(পিএন্ডআরটি), বিএন এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য মোঃ কামরুজ্জামান, পিও এর একটি অপারেশন দল অভিযান চালিয়ে ‘‘এমভি জাহিদ-৩’’ হতে ১শ’ ৬০মণ জাটকা জব্দ করে এবং জাটকা ধরা/বহন করার অপরাধে ৩ জনকে আটক করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ২৫ লক্ষ ৬০ হাজার টাকা।
এসব জাটকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয় এবং আটকৃত ব্যক্তি তিনজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট হস্থান্তর করা হয়।
কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্যাহ, (এসডি)(পিএন্ডআরটি), বিএন বলেন, নৌ পথে অবৈধ মালামাল পাচার এবং জাটকা রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তি : আপডেট ০৯:০৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ