কথিত প্রেমিকার ডাকে এক যুবক সাড়া দিয়ে নওগাঁর পত্নীতলায় ১ লাখ ২৪ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
থানা ও ভুক্তভোগী কথিক প্রেমিক সূত্রে জানা যায়, বগুড়া জেলা সদরের কর্ণপুর গ্রামের মৃত ফয়েজ সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (২৪)-এর সাথে মুঠোফোনে রং নম্বারের সূত্র ধরে গত ১০/১২ দিন পূর্বে জয়পুরহাটের সুলতানা নামে পরিচয়ে এক যুবতীর পরিচয় হয়। এ প্রেমালাপের এক পর্যায়ে কথিত প্রেমিকার টানে বগুড়ার যুবক আব্দুর রাজ্জাক ছুটে আসে দেখা করার জন্য সুলতানার সাথে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে গত বৃহস্পতিবার সন্ধ্যায়। এরপর সুলতানা রাজ্জাককে বলে তার খালার বাড়ি যাওয়া কথা বলে সেখানে কৌশলে নিয়ে যান পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামে শামসুল ইসলামের ছেলে শাহজাহানের বাড়িতে আটকে রাখে।
তারপর রাতেই কথিত খালার বাড়িতে ফাঁদ পাতিয়ে আব্দুর রাজ্জাককে শারীরিক নির্যাতনের পাশা-পাশি প্রাণনাশের হুমকি দিয়ে নিজের কাছে থাকা নগদ ৫ হাজার টাকাসহ পর্যায় ক্রমে বিকাশ এর মাধ্যমে তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনের কাছ থেকে এক লাখ ১৯হাজার টাকা, সর্বমোট ১লাখ ২৪হাজার টাকা হাতিয়ে নেয়।
এরপর রাজ্জাক শনিবার দুপুর ১১টার দিকে ওই বাড়ি থেকে সুযোগ পেয়ে কৌশলে দৌড়িয়ে পালিয়ে পত্নীতলা থানায় এসে বিষয়টি অবগত করেন।
বিষয়টি জানার পর থানা এসআই রঞ্জন কুমার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামে শামসুল ইসলামের ছেলে শাহজাহানের বাড়িতে গেলে বাড়ির সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়।
এ রিপোর্টটি লেখা পর্যন্ত পত্নীতলা থানায় এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন ওসি আজিম উদ্দিন।
নিউজ ডেস্ক || আপডেট: ০৮:১৫ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur