‘ক্লিন ঢাকা কনসার্টে’ অংশ নিতে শুক্রবার ঢাকায় আসছেন না বলিউড তারকা কারিনা কাপুর।
বিশেষ কারণে কনসার্টটি স্থগিত হয়েছে বলে জানালেন, আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের শীর্ষ এক কর্মকর্তা শাকিব।
শাকিব বলেন, ‘কনসার্টের তারিখ পরিবর্তন করা হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
কনসার্টটির আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
পরিচ্ছন্নতা অভিযান নিয়ে জনসচেতনতা তৈরিতে আয়োজিত এই কনসার্ট অনুষ্ঠানে কারিনার সঙ্গে থাকার কথা ছিল জাভেদ আলী, কণিকা কাপুর এবং বাংলাদেশি চিত্রনায়ক অনন্ত জলিলের।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই কনসার্ট হওয়ার কথা ছিল শুক্রবার। টিকিটের মূল্য ধরা হয়েছিল যথাক্রমে এক হাজার, দেড় হাজার ও তিন হাজার টাকা।
নিউজ ডেস্ক || আপডেট: ০৮:১৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur