জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে চাঁদপুরে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৯ ফেব্রয়ারী মঙ্গলবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শহরের হাসান আলী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
উদ্ধোধোকের বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সবুর মন্ডল বলেন, শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সমাজের সবচেয়ে সম্মানিত ব্যাক্তি। একজন শিক্ষক যে এলাকায় বসবাস করেন সে এলাকার তিনি জ্ঞান দানকারী। দেশের ভবিষ্যতকে শিক্ষত করে সু-নাগরিক হিসেবে গড়ে তোলার মহৎ কাজ যাচ্ছেন শিক্ষকরা।
চাঁদপুর জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, হাসান আলী মডেল সরাকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্দার আবুল বাশার প্রমুখ।
চাঁদপুর ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে ৮ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধাান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এবারের শিক্ষা মেলার চাঁদপুরের ৮ উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয় অংশ নেয়।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট
: আপডেট ২:০৬পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur