যুগের সাথে তাল মিলিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থা দিনের পর দিন উন্নয়নের ছোঁয়া লাগলেও গত কয়েক বছর ধরে তেমন কোন কাজ করতে দেখা যায়নি হাজীগঞ্জ-কচুয়া বিশ্বরোড সড়কটি। বর্তমানে এমন অবস্থা হয়েছে যা কথা যাত্রী সাধারণের মুখে ‘সড়ক তো নয় যেন মরণফাঁদ’।
জানা যায়, গত এক যুগ পূর্বে সড়কটি নতুনভাবে চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রামসহ বেশ কিছু জেলার যানবাহন হাজীগঞ্জ-কচুয়া বাইপাশ বিশ্বরোড দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকায় পৌঁছে। সে সময় হাজীগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করার পর এ সড়কে আর তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে মাঝে মধ্যে সড়কটির ঢেউ সৃষ্টি ও পিচ উঠে যাওয়া অংশে সড়ক বিভাগের লোকজন নাম মাত্র ঢিলেঢালা কাজ করতে দেখা গেছে।
বর্তমানে হাজীগঞ্জ-কচুয়া এ সড়কটি দিয়ে একটি বাস কিংবা বড় ট্রাক চলাচল তো দূরের কথা একটি মোটর সাইকেল চলাচল করতে চালকরা হিমসিম খাচ্ছে। তারপরেও সড়কটির বড় বড় গর্তের পাশ দিয়ে ছোটখাট সিএনজি ইচ্ছার বাইরে চলাচল করতে দেখা য়ায়।
সড়কটির উপর দিয়ে প্রতিনিয়ত ব্রিকফিল্ডের ট্রাক ও মালবাহী বালুর ট্রাক চলাচল করায় সব চেয়ে বেশি দায়ী বলে অন্যান্য যানবাহনের ড্রাইভাররা জানান। এতে দেখা গেছে সড়কের পাতানিশ, ডুমরিয়া, কচুয়া পর্যন্ত পুরো সড়কে বড় বড় গর্তে নিমজ্জিত। এ দুই উপজেলার মানুষ বর্তমানে যেন যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে সড়কটির কারণে।
জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৬:৪৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur