চাঁদপুরে তিন স্কুলছাত্রীকে অপহরণ করে নির্জন স্থানো নিয়ে একজনকে টয়লেটে ঢুকিয়ে ধর্ষণ করে হারুন নামের এক লম্পট যুবক। ধর্ষণের পর ছাত্রীদেরকে ভয় দেখিয়ে সিএনজিতে উঠিয়ে লঞ্চঘাট আনার পর নৌপুলিশ ধর্ষণকারীকে আটক করে স্কুল ছাত্রীদের উদ্ধার করে।
শনিবার রাত আটটায় চাঁদপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন খবর পেয়ে লঞ্চঘাটে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।
অভিযোগে জানা গেছে, চাঁদপুর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এবং উত্তর বালিয়ার নাজির শাহ প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রীর ফুফাত ভাই হত্যা মামলার আসামী হারুন সিএনজি নিয়ে স্কুলের সামনে ওঁৎ পেতে থাকে। বিকেল তিনটায় স্কুল ছুটির পর চতুর্থ শ্রেণির ছাত্রী, তার সহপাঠী (১০) ও ৫ম শ্রেণির ছাত্রী (১১) সহ বাড়ি ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা হারুন তাদেরকে বেড়ানোর নাম করে সিএনজিতে ওঠায়। তাদের নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে এলে বাগড়া বাজার এলাকায় নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে হারুন চতুর্থ শ্রেণির ছাত্রী তার মামাতো বোনকে জঙ্গলের ভেতরে পরিত্যক্ত টয়লের মধ্যে ঢুকিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষিতা ও দুই স্কুল ছাত্রীকে ভয় দেখিয়ে ঢাকা নেওয়ার উদ্দেশ্যে লঞ্চঘাট নিয়ে আসে। এ সময় লম্পট হারুনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে। ঠিক ওই সময় স্কুল ছাত্রীদের পরিবারের লোকজন সেখানে এলে জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা জানতে পারে পুলিশ।
আটক ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট || আপডেট: ০১:৩৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur