চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনাসভা, মিলাদ মাহফিল ও পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
২৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যায়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন তালুকদারের সভাপতিত্বে সহকারী শিক্ষক মাওঃ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ্তলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, সাবেক অধ্যক্ষ মাও: এ এফ এম আমিনুল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহজাহান খান, অভিভাবক সদস্য মোঃ হেলাল উদ্দিন গাজী, অভিভাবক সদস্য আবদুল জলির গাজী, মহিলা ইউপি মেম্বার ফিরোজা বেগম, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, শাহমাহমুদপুর ইঊনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান, ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, স্কুলের অফিস ইনচার্জ ফজলুল হক মুন্সি, অভিভাবক শহীদুর রহমান মুন্সি, শিক্ষার্থী উম্মে হাবিবা, নুপুর আক্তার, নুসরাত জাহান প্রমুখ।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সাধারণ সম্পাদক সোহেল রুশদীকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন তালুকদার ও প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার।
সবশেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
|| আপডেট: ১০:১৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur