Home / জাতীয় / পাঁচ মন্ত্রণালয়ের অধীনে ১০ বিভাগ
gov-2

পাঁচ মন্ত্রণালয়ের অধীনে ১০ বিভাগ

রুলস অব বিজনেস অনুযায়ী পাঁচ মন্ত্রণালয়ের অধিনে দশটি বিভাগ হবে। এজন্য অ্যালোকেশন অব বিজনেস সংশোধন করতে হবে।

এখনও পাঁচ মন্ত্রণালয়ের দশ বিভাগ করার জন্য নির্দেশনা পায়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই কারণে বিভাগ করার জন্য মন্ত্রণালয়গুলো কাজ শুরু করতে পারেনি। আনুষ্ঠানিকভাবে জানেও না।

এই ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, এই ধরনের একটি কথা শুনেছি। এখন সেটা করতে হলে যেসব মন্ত্রণালয়কে বিভাগে ভাগ করা হবে আগে তাদেরকে ঠিক করতে হবে।

তারা মন্ত্রণালয়ের কোন কোন সংস্থা, অধিদফতর ও পরিদফতর নিয়ে বিভাগ করবেন। ওই বিভাগ করার জন্য রুলস অব বিজনেস অনুযায়ী করতে হবে। সেই জন্য বিভাগের কর্মও আলাদা হবে।

নিউজ ডেস্ক : আপডেট ১১:৩৫ এএম, ২৬ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার
ডিএইচ