চাঁদপুর মতলব উত্তর উপজেলাধীন বাজার নাওরী এলাকায় প্রেমের ঘটনাকে কেন্দ্র করে গুরুতর আহতের খবর পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, মতলব উত্তর বাজার নাওরী এলাকার আবদুল বারেক কবিরাজের ছেলে আসিক (১৯) এর সাছে নেধামধী এলাকার মোঃ জাহাঙ্গীর মীয়ার মেয়ে ও নাওরী আহমদীয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রুনা আক্তারের (১৭) সাথে প্রায় দু’বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।
এরই প্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি বিকেল ৩ টায় রুনা তার স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার পথে হঠাৎ আসিকের সাথে দেখা হলে তারা দু’জন কথা বলতে বলতে বাড়ির দিকে যাওয়ার পথে রুনার বোন জামাই জিলানী (৩৩) দূর থেকে তাদেরকে দেখতে পেয়ে তিনি রুনার চাচাতো ভাই খোরশেদ (২২) ও স্থানীয় মহন সহ ৭/৮ জনকে নিয়ে পথিমধ্যে আসিককে ধরে রাস্তার পাশে নীরব নেধামধী বাগানে নিয়ে হাত-পা বেঁধে মারপিট করে।
খবর পেয়ে আসিকের ফুফাতো ভাই আনোয়ার, সজল , দিপু সহ ঘটনা স্থল থেকে আসিককে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে সার্জারী বিভাগে চিকিৎসাধীন।
এ ব্যাপারে আসিকের পরিবার জানায়, তাকে আগামী ২৭ জানুয়ারি বুধবার অপারেশন করা কথা রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
মো. জাবেদ হোসেন, ক্রাইম রিপোর্টার
|| আপডেট: ০৬:৫৭ পিএম, ২৫ জানুয়ারি ২০১৬, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur