কালো রঙের প্রতি বরাবরই একটা দূর্বলতা রয়েছে সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়ার। তবে এবার সেই ধারাকে পাল্টে নতুন এক লুক নিয়ে হাজির হলেন ভক্তদের সামনে।
বিয়ে, সংসার আর সন্তান এই তিন কারণে অভিনয় থেকে দীর্ঘদিন দূরে ছিলেন বলিউড তারকা ঐশ্বরিয়া। তবে আশার খবর হলো সঞ্জয় গুপ্তার অ্যাকশন থ্রিলার ছবি ‘জাযবা’র মাধ্যমে আবারও বলিউডে ফিরছেন তিনি। তার আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করে প্রস্তুতি পর্বটা সেরে রাখতে চাইছেন ঐশ্বরিয়া।
এদিকে সম্প্রতি একটি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। যেখানে নিজের প্রিয় রঙ কালোকে পাত্তাই দেননি সাবেক এই বিশ্বসুন্দরী। বিজ্ঞাপনটিতে তাকে হলুদ রঙের গ্রাউনে দেখা যাবে। এই গ্রাউনটির ডিজাইন করেছেন গৌড়ি ও নাইনিকা।
ঐশ্বরিয়ার পোশাকের একজন ডিজাইনার জানান, ‘ঐশ্বরিয়াে এখন উজ্জ্বল রঙের পোশাককের দিকেই বেশি ঝুঁকেছেন। এর সঙ্গে মিলিয়ে তিনি ভারি অলংকারও গায়ে জড়াচ্ছেন। যা তাকে আরো সুন্দর করে তুলছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur