শুধু ২০ দলীয় জোটই নয়, বিএনপিও ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকালে মাদারীপুর শহরের চৌধুরী ক্লিনিকের নবনির্মিত ভবনের বর্ধিত অংশের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আপালকালে নৌমন্ত্রী এ কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘আদর্শবিহীনভাবে কোনো ঐক্য হতে পারে না। বিএনপি-জামায়াত, একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনি আর কিছু মুক্তিযোদ্ধা মিলে কোনো ঐক্য হতে পারে না। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই।’
‘সুতরাং বলা যায়, যারা ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের ভাঙন অবশ্যম্ভাবী। এমনকি বিএনপিও ভাঙবে, ২০ দলও ভাঙবে’, যোগ করেন নৌমন্ত্রী। তিনি আরো বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে ব্যর্থ হয়েছে, সে কারণেই তাদের ২০-দলীয় জোট ভাঙবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরেই ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী ২০ দল ছাড়ার ঘোষণা দেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের ২০ দলের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই।’
এর কিছু পরেই বিকেলে ইসলামী ঐক্যজোটের আরেক নেতা জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রাকিব নিজেকে ঐক্যজোটের নতুন চেয়ারম্যান দাবি করেন ২০ দলের জোটে থাকার ঘোষণা দেন।
মাওলানা আবদুর রাকিব বলেন, ‘ইসলামী ঐক্যজোট ২০-দলীয় জোটের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও আমরা থাকব। যাঁরা ২০-দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন, তাঁরা দলের গঠনতন্ত্র ভেঙেছেন এবং দলে তাঁরা নিজেদের অবস্থান হারিয়েছেন। আমরা তাঁদের জায়গায় অন্যদের দায়িত্ব দেব।’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের বিষয়ে নৌমন্ত্রী এ সময় বলেন, ‘স্বাধীনতার পরে সাড়ে ১১ হাজার যুদ্ধাপরাধীর তালিকা করা হয়েছিল। পর্যায়ক্রমে দেশের সব যুদ্ধাপরাধীর বিচার করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, চৌধুরী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মেয়র চৌধুরী নূরুল আলম বাবু চৌধুরী প্রমুখ।
পরে মন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
নিউজ ডেস্ক ।। আপডেট : ০৩:০০ পিএম, ০৮ জানুয়ারি ২০১৫, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur