নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৩ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৩ ডিসেম্বর বুধবার দেওয়ালে পোস্টার সাটানোর অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন সরোয়ার ছেংগারচর পৌরসভা নির্বাচনের ৩ প্রার্থীকে জরিমানা করেন।
জরিমানা প্রদানকারী প্রার্থীরা হলেন- ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিরর প্রার্থী মোঃ মনির হোসেন ভূঁইয়া (প্রতীক পানির বোতল) এক হাজার ২শ’ টাকা, একই ওয়ার্ডের মো. জহির মিয়া (প্রতীক ব্লাকবোর্ড) এক হাজার ২শ’ টাকা, এবং ১, ২, ৩নং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হালিমা বেগম প্রতীক (মৌমাছি) এক হাজার ৫শ’ টাকা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাসির উদ্দিন সরোয়ার উভয় প্রার্থীই তারা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে বলে তাদেরকে এই জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কামাল হোসেন খান, মতলব উত্তর করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৯:৩৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur