চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডর নগরীর ষোলশহরস্থ কার্যালয় থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান (৪০) নামে এক কর্মচারী ও তার সহযোগী আবদুল আজিজকে (২৮) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটক মাহমুদুল হাসান চট্টগ্রাম শিক্ষাবোর্ডের হিসাব শাখায় অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। দুই জনের গ্রামের বাড়িই কক্সবাজার জেলার উখিয়ায় বলে জানা গেছে।
পাঁচলাইশ থানার এসআই মনিরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের হিসাব শাখায় কর্মচারী মাহমুদুল হাসানকে হাতেনাতে ধরা হয়েছে। এসময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি ইয়াবাগুলো টেকনাফ থেকে চট্টগ্রামে বিক্রির জন্য এনেছিলেন। তাকে আটক করে থানায় আনা হয়েছে।’
ডেস্ক ।। আপডেট : ০২:৫০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur