Home / চাঁদপুর / বিজয় দিবসে চাঁদপুরে ৫ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা
বিজয় দিবসে চাঁদপুরে ৫ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা

বিজয় দিবসে চাঁদপুরে ৫ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর স্বাস্থ্য বিভাগের উদ্দ্যোগে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এ সময় তিনি বলেন, সরকার বর্তমানে কউিনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এখন কাউকে অসুস্থ হলে নিজ গ্রাম থেকে অনেক দূরে স্বাস্থ্য সেবা নিতে যেতে হয় না। আপনাদেরকে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে সেবা দিতে স্বাস্থ্য বিভাগ এ মহতী উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার জোট সরকারের আমলে বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিক চালু করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন। আজ এখানে প্রায় ৫ হাজার নারী পুরুষ বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নিয়েছে। এ উদ্যোগকে সফল করতে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে এ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান, স্বাচিপ ও বিএমএর সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ সকল সকল নেতাকর্মীকে অভিনন্দন জানাই।

তিনি আরো বলেন, আজ বাংলাদেশ চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎসহ সকল ক্ষেত্রে উন্নয়ন কাজ চলমান রয়েছে। আজ সকল শিশু স্কুলে যাচ্ছে। বছরের প্রথমদিন চার রঙা বই হাতে পাচ্ছে। এখন আর দেশে কেউ না খেয়ে থাকে না।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক জেলা সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জে আর ওয়াদুদ টিপু, জেলা বিএম-এর সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী মাসুম, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান, চাঁদপুর পৌরসভার প্যানেল হুমায়ন কবির খানসহ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

উদ্বোধনকালে জেলা সিভিল সার্জন ডাক্তার রথিন্দ্রনাথ মজুমদার বলেন, জেলার স্বাস্থ্য সেবার মানউন্নয়নের জন্যই আমরা এ ক্যাম্পের আয়োজন করেছি। আমরা চাই চাঁদপুরের কোন মানুষ যেন চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে।

ক্যাম্প আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সিরাজুম মনির, শিশু বিশেষজ্ঞ ডা. রকিবুল ইসলাম, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. আব্দুর রহিম, অর্থোপেডিক্স ডা. শাহাদাত, চক্ষুবিষেশজ্ঞ ডা. পিঙ্কি, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আহসান উল্লাহ রুমী, চর্ম বিষেশজ্ঞ ডা. হাছিনুর রহমান, চক্ষু বিষেশজ্ঞ হাছানুর রহমান, গাইনী ডা. শামছুন্নাহার তানিয়া, শাহজাদা আক্তার পলিন, আজমিরা আহমেদ বিজয়, শিশু ডাক্তার তান্না সাহা, মেডিসিন ডা. রুবেল, অর্থোপেডিক্স ডাক্তার সফিকুর রহামান টিপু, ডা. ফরিদ আহমেদ, মেডিসিন ডা. হিমেল, শিশু ডাক্তার বিপ্লব, ডেন্টাল সার্জন ডা. আহসান।

দিনব্যাপী এ স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করেন ৩০ জন উচ্চ পর্যায়ের চিকিৎসক ও ১০ জন সেবিকা। এছাড়াও ৪০ জন স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন।

শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট

 

| আপডেট: ০৭:৩২ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার

এমআরআর