এখন থেকে যে কোনো মোবাইল অপারেটরের সিম বা রিম সংযোগ কিনতে জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপ লাগবে। এছাড়া মোবাইল সংযোগ পাওয়া যাবে না।
জাতীয় ও ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ১৬ ডিসেম্বর থেকে আঙুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী মোবাইল সংযোগ বাধ্যতামূলক করা হচ্ছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে বুধবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ার উদ্বোধন করা হবে।
নিবন্ধন প্রক্রিয়ার উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান ড.শাহজাহান মাহমুদ।
এখান থেকেই আনুষ্ঠানিকভাবে বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন বা আঙুলের ছাপ পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।
বিটিআরসির সহকারি পরিচালক জাকির হোসেন খান দ্য রিপোর্টকে জানান, ‘১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে।’
নিউজ ডেস্ক || আপডেট: ০৩:৫৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur