ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ কেজি গাঁজাসহ আলী আকবর (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না এ আদেশ দেন।
এছাড়া এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আটকৃত আলী আকবর ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের পুনিয়াউট এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুনিয়াউট এলাকার নিজ বাড়ি থেকে ৫ কেজি গাঁজাসহ আলী আকবরকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।
রাকিবুল হাসান নুর, ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট
নিউজ ডেস্ক ।। আপডেট : ০৭:৩৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur