Home / আন্তর্জাতিক / প্রবাস / সৌদিতে ৩৫ হাজার ৫০০ প্রবাসী কর্মহীন
সৌদিতে ৩৫ হাজার ৫০০ প্রবাসী কর্মহীন

সৌদিতে ৩৫ হাজার ৫০০ প্রবাসী কর্মহীন

সৌদি আরবে ২০১৫ সালের জুন শেষে ৩৫ হাজার ৫০০ প্রবাসী কর্মহীন হয়ে পড়েছেন। এ নিয়ে দেশটিতে সব মিলিয়ে বেকারের পরিমাণ দাঁড়ালো ৫.২ শতাংশ।

শুক্রবার সৌদি আরবের প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একই সময়ে সৌদি নাগরিক ও প্রবাসী মিলে ৬ লাখ ৮২ হাজার ৩০০ জন কর্মহীন হয়ে পড়েছেন। জুন শেষে বেকার প্রবাসীদের সংখ্যা বেড়েছে ০.৬ শতাংশ; যা ২০১৪ সালের একই সময়ের তুলনায় ০.৩ শতাংশ বেশি।

প্রতিবেদন অনুযায়ী, বেকার হয়ে পড়া প্রবাসীদের ৬১ শতাংশ পুরুষ ও ৩৯ শতাংশ নারী। সৌদি আরবে মোট ৬৩ লাখ প্রবাসী কাজ করেন। এরা দেশটির ৫৬ শতাংশ কাজ সম্পাদন করেন।

এদিকে, ২০১৫ সালের জুন শেষে বেকার সৌদি নাগরিকদের সংখ্যা কমেছে ১১.৬ শতাংশ; যা ২০১৪ সালের একই সময়ে তুলনায় ০.১ শতাংশ কম।

প্রবাসীদের কর্মহীন হয়ে পড়ার সংখ্যার তালিকায় নেই শিক্ষার্থী, গৃহিনী ও সম্পদশালী ব্যক্তিরা।

নিউজ ডেস্ক || আপডেট: ০৫:৫৩ পিএম,০৪ ডিসেম্বর ২০১৫, শুক্রবার

এমআরআর