কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীরা শুনছিলেন কান্নার শব্দ। কেউ তেমন একটা গুরুত্ব দেয়নি। ভেবেছিলেন বেড়ালের ডাক হবে হয়তো। কিন্তু ব্যাপারটায় খটকা লাগে লস অ্যাঞ্জেলসের কাউন্টি ডেপুটি শেরিফদের প্রধান অ্যাডাম কোলেটের। গত শুক্রবার স্থানীয় কবরখানার পাশ দিয়ে যেতে গিয়ে প্রথমে থমকে দাঁড়িয়ে পড়েন। তারপর কান্না লক্ষ করে এগিয়ে গিয়ে মাটি খুঁড়তে শুরু করেন তিনি। কিছুক্ষণ পর কবর থেকে উদ্ধার হয় এক শিশুকন্যা।
লস অ্যাঞ্জেলসের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কবরের মধ্যে একটা পাতলা কম্বলে মুড়ে রাখা ছিল ওই শিশুকে। দ্রুত উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আনুমানিক ৩৬-৪৮ ঘণ্টা বয়সী শিশুটির বেঁচে থাকার আশা চিকিৎসকরা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তবে এখন সে সুস্থ।
কাউন্টি ডেপুটি শেরিফদের প্রধান অ্যাডাম কোলেট বলেন, ‘‘আমার মনে হয় এই শিশুর ওপর সৃষ্টিকর্তার হাত রয়েছে। না হলে কেউ এ ভাবে বাঁচতে পারে না।’’ শিশুটির বাবা-মায়ের খোঁজ চালাচ্ছে প্রশাসন। মা-বাবাকে খুঁজে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা হতে পারে বলে জানা গেছে।
নিউজ ডেস্ক || আপডেট: ০৪:১৩ পিএম,০৩ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur