Home / সারাদেশ / কুমিল্লায় মৃত রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার!
Lash 2
প্রতীকী ছবি

কুমিল্লায় মৃত রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার!

কুমিল্লার লাকসামে চিকিৎসকের অবহেলায় নাছিমা বেগম (৩২) নামে চার সন্তানের জননী এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

অথচ এই নারীকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সদরে রেফার করা হয়। ওই ঘটনায় ক্লিনিক মালিককে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা।

ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে লাকসাম পৌর সদরের রংপুর পলি ক্লিনিকে। প্রসূতির ভাই মোস্তাফিজুর রহমান সুজন অভিযোগ করেন, উপজেলার চেঙ্গাচাল গ্রামের আরবের রহমানের স্ত্রী নাছিমা বেগমের (৩২) প্রসব ব্যথা শুরু হলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে লাকসামের রংপুর পলি ক্লিনিকে ভর্তি করা হয়।

ওই ক্লিনিকের মালিক ডা. যোগেশ চন্দ্র রায়ের  তত্ত্বাবধানে থাকা প্রসূতি নাছিমা বেগমকে ওই দিন গভীর রাতে অপারেশন করা হয়। অপারেশন চলাকালে প্রসূতির মৃত্যু হলেও এ খবর আড়াল করতে উন্নত চিকিৎসার অজুহাত দেখিয়ে ওই চিকিৎসক তাকে কুমিল্লায় রেফার করেন।

প্রসূতির সঙ্গে থাকা স্বজনরা ক্লিনিক থেকে বের হয়ে কয়েকশ গজ গিয়ে প্রসূতির মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়ে পুনরায় ওই ক্লিনিকে ফিরে আসেন। ওই সময় প্রসূতির স্বজনরা ক্লিনিক মালিককে অবরুদ্ধ করে রাখেন। ক্লিনিক মালিক ডা. যোগেশ চন্দ্র রায় বলেন, অপারেশন সঠিক ভাবে হয়েছিল। এ বিষয়ে প্রসূতির পরিবারের সঙ্গে সমঝোতা হয়েছে।

নিউজ ডেস্ক  ।। আপডেট : ০৪:১৪ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার

ডিএইচ