দীর্ঘদিন পর এবার এ প্রজন্মের সংগীত পরিচালক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান আল আমিন খানের সুরে গাইলেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান।
সুরকার আল আমিন খান এবং মনির খান এ দুই খানের স্বযতনে এবার দেখলে বউয়ের মায়া মুখ, শিরোনামের গানটি শুনবে মনির খানের ভক্তরা।
এরইমধ্যে গানটির রের্কডিং সম্পন্ন করা হয়েছে। গানের কথা লিখেছেন, প্রসেনজিত মন্ডল। সুর ও সংগীত পরিচালনায় আল আমিন খান।
জানযায় খুব সহসাই গানটির মিউজিক ভিডিও করা হবে। রংধনু মিউজিক ইউটিউব চ্যানেলে এটি খুব দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রংধনু মিউজিক কর্তৃপক্ষ।
গানের গীতিকার প্রসেনজিত মন্ডল ও মনির খান বলেন দেখলে বউয়ের মায়া মুখ, ভিন্ন ধরনের এমন গানটি সত্যিই সবার মন জয় করবে। গান টি খুব শীঘ্রই মিউজিক ভিডিও আকারে ইউটিউব চ্যানেলে আসছে।
এ বিষয়ে এ প্রজন্মের সংগীত পরিচালক আল-আমিন খান চাঁদপুর টাইমসকে বলেন, গানটি যাতে মানুষ খুব সহজেই গ্রহণ করেন এবং মনির খানের কণ্ঠে যেভাবে ফুটে উঠবে সে চিন্তা মাথায় রেখেই গানটির সুর ও সংগীত করা হয়েছে।
এছাড়া গানটি মিউজিক ভিডিও করার জন্য নদী মাতৃক জেলা ইলিশের বাড়ি চাঁদপুরে গানটির শ্যুটিং করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
১৮ অক্টোবর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur