চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজার জিওর আখড়া মার্কেটে অপ্পো ও রিহান টেলিকম শোরুমে অপ্পো ফোন কোম্পানির ডিসেম্বর মাস ব্যাপী মেগা অফার চলছে। যে কোন একটি অপ্পো মোবাইল কিনে জিতে যেতে পারেন আরো একটি ফ্রি মোবাইল।
সোমবাব (২২ ডিসেম্বর) হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামের একজন সৌভাগ্যবান নারী একটি ১৪ হাজার টাকা দামের অপ্পো মোবাইল কিনে সাথে সাথেই আরেকটি ১৪ হাজার টাকা দামের অপ্পো মোবাইল সাথে সাথে গিফট হিসেবে পেয়েছেন। এতে করে ওই নারী মন অনেক আনন্দ ও উৎফুল্ল দেখা গেছে। তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন আমরা অপ্পো পরিবারের সদস্য। সব সময় অপ্পো ফোন ব্যবহার করে আসছি। তারই ধারাবাহিকতায় আজও মোবাইল কিনতে এসেছি। আলহামদুলিল্লাহ একির সাথে আরেকটি পেয়ে অনেক আনন্দ বোধ করছি।
অপ্পো ফোন কোম্পানির পুরো ডিসেম্বর মাস ব্যাপি সুবর্ণ অফারটি চলছে। আপনারা অপ্পো এর যে কোন একটি ফোন ক্রয় করে জিতে নিতে পারেন বিদেশ ভ্রমণ, বাই ওয়ান গেট ওয়ান, রুম হিটার, ট্রাভেল ব্যাগ, উইন্টার জ্যাকেট সহ নগদ অর্থ ছাড় অন্যান্য পুরস্কার।
একটি অপ্পো মোবাইল কিনে গিফট হিসেবে পেয়েছেন আরেকটি অপ্পো মোবাইল। এ সময় উপস্থিত ছিলেন, অপ্পো টেরিটরি ম্যানেজার রুপম সাহা, অপ্পো ও রিহান টেলিকম শোরুমের স্বত্বাধিকারী সৈকত হোসেন এবং অপ্পো প্রোমোটর ইশতিয়াক হোসাইন ইমন।
অপ্পো শোরুম ও রিহান টেলিকম স্বত্বাধিকারী মো. সৈকত হোসেন বলেন, তাহলে আর দেরি কেন, চলে আসুন হাজীগঞ্জ পশ্চিম বাজার জিওর আখড়া মার্কেটে অপ্পো ও রিহান টেলিকম শোরুমে। আপনিও আপনারা সাদরে আমন্ত্রিত। মাসব্যাপী অফারটির আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। আপনার যদি ফোন প্রয়োজন হয় তাহলে আজই আমাদের শোরুমে এসে যোগাযোগ করুন। এই অফারটি আগামী ৮ দিনের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
২২ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur