কুমিল্লায় ট্রেনে কাটাপড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার শশীদলে হাজী আবুল বাশার নামে ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ কাটা পড়ে মারা যায়।
কুমিল্লাল শশীদল রেলওয়ে স্টেশন মাস্টার মো: মজিবুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, বৃষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়েন ওই বৃদ্ধ।
স্থানীয় জনতা ট্রেনে কাটার সংবাদ দিলে লাশ উদ্ধার করা হয়। তবে ওই বৃদ্ধ কোন ট্রেনে কটা পড়েছে এ বিষয়টি নিশ্চত হতে পারেনি রেল স্টেশন কর্তৃপক্ষ।
পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান স্টেশন মাস্টার।
কুমিল্লা করেসপন্ডেন্ট: আপডেট: ০৩:৫৫ পিএম, ১৯ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur