চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নে কল্যান্দী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ৯ জানুয়ারি ২০২৬ রোজ শুক্রবার, সময় বাদ জুমা ফজর আলী মাস্টারের বাড়ির আল মদিনা ঈদগা মাঠ প্রাঙ্গনে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খান মো.জাকির হোসেন (কল্যাণপুরী)।
সভাপতিত্ব করিবেন- হাজী মো.বিল্লাল হোসেন তালুকদার। প্রধান বক্তা হিসাবে ওযাজ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি হেদায়েতুল হক । খতিব,বাইতুন নূর জামে মসজিদ, ভূঁইয়ারবাগ, নারায়ণগঞ্জ ।
বিশেষ বক্তা হিসেবে থাকবেন মুফতি সাইফুল্লাহ,মদনপুর,নারায়ণগঞ্জ। হাফেজ মুফতি ওমর ফারুক কাসেমী, ঢাকা। হাফেজ মাও,ইব্রাহিম খলিল যশপুরী, কুমিল্লা ।
সার্বিক দায়িত্বে থাকবেন- মো.আলমগীর মজুমদার, তরুণ সমাজসেবক, মো.জয়নাল মিজি, দুবাই প্রবাসী, মো.বাবুল মিজি,মো. মিলন হোসেন ও মো.আবদুর রাজ্জাক। পরিচালনায় মাও.দেলোয়ার হোসেন।
নিজস্ব প্রতিবেদক
১৫ ডি সে ম্ব র ২ ০ ২ ৫
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur