শাহরাস্তি উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হোসাইনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মিছিলটি বের হয়ে কাঁকৈরতলা মধ্য বাজারে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাময়াতের আমির কে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। সরকারের এ জুলুম নির্যাতন কে শাহরাস্তিবাসী ধিক্কার জানায়। জুলম নির্যাতন করে ইসলামী আন্দোলনের অগ্রাযাত্রাকে থামানো যাবেনা। মামলা জেল জুলুম হত্যা নির্যাতন করে কোরানের কর্মীদের কণ্ঠ স্তব্দ করা যাবেনা। অবিলম্বে গণমানুষের নেতা অধ্যাপক আবুল হোসাইনকে নিঃশর্ত মুক্তি দিন।”
এ সময় উপস্থিত ছিলেন শাহারাস্তি পৌর জামায়াতের সভাপতি মাও: মোঃ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শেখ মিজানুর রহমান, টামটা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: মঞ্জুরুল ইসলাম পাটোয়ারী সহ জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।
শাহরাস্তি করেসপন্ডেন্ট ।। আপডেট: ০৯:০০ পিএম, ১৪ নভেম্বর ২০১৫,শনিবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur