নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই পৌরসভা নির্বাচন সম্পন্ন করতে হবে। কারণ ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হবে জানুয়ারী মাসে।
তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে চাঁদপুর পৌরসভা কার্যালয়ে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচন সংশোধনী বিধি আজ পাস হয়ে আসবে। তারপর কমিশন বসে তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করবে। তবে আগামী ১৫ বা ১৬ নভেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলনসহ সাংবাদিকবৃন্দ।
স্পেশাল করেসপন্ডেন্ট ||আপডেট: ০৫:২৮ পিএম, ১২ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur