‘সাবলম্বী নারী, সুখী পরিবার, সমৃদ্ধ বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও পারিবারিক সচ্ছলতার লক্ষ্যে এক ব্যতিক্রমী প্রকল্প গ্রহণ করেছেন।
আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাজের অংশ হিসেবে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এবার ঘোষণা করেছেন ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প।
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের মূল কাঠামো:
পরিবারের মা বা গৃহিণীর নামে দেয়া হবে কার্ড। প্রতি মাসে নির্দিষ্ট অর্থ দেয়া হবে, যা নিত্যপ্রয়োজনীয় ও খাদ্য সামগ্রীর জন্য ব্যয় হবে। বাকি অংশ সঞ্চয়ের মাধ্যমে নারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, “নারীকে মর্যাদা না দিলে পরিবার বা সমাজের উন্নতি সম্ভব নয়। প্রতিটি পরিবারের মা যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, তখনই সুখী পরিবার গড়ে উঠবে। কচুয়া থেকে শুরু করে সারাদেশে এই উদ্যোগ ছড়িয়ে দিতে চাই।”
৩১ দফার আলোকে শিক্ষা ও কৃষিতে সাফল্য:
শিক্ষা ও কৃষি খাতে ইতোমধ্যেই তাঁর নানা উদ্যোগ আলোচনায় এসেছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। কৃষকদের প্রশিক্ষণ ও আধুনিক কৃষি যন্ত্র সরবরাহ। তরুণদের দক্ষতা উন্নয়নে কর্মশালা আয়োজন।
এছাড়া কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে বাজারভিত্তিক সহায়তা কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছেন তিনি।
স্থানীয়দের প্রতিক্রিয়াকচুয়ার বাসিন্দা মোঃ সেলিম বলেন,“নারীর হাতে ফ্যামিলি কার্ড দেয়ার পরিকল্পনা সত্যিই যুগান্তকারী। এতে শুধু নারীর সম্মান বাড়বে না, ঘরে আসবে সচ্ছলতা।”
কচুয়ার লক্ষ্য: সমৃদ্ধির মডেল উপজেলা গড়া
ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের পরিকল্পনায় রয়েছে, নারী ক্ষমতায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও প্রযুক্তির প্রসার, কৃষির আধুনিকায়ন, সুখী পরিবার গঠনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ
তিনি বলেন, “আমরা সবাই মিলে কাজ করলে কচুয়া হবে দেশের উন্নয়নের অনন্য দৃষ্টান্ত।”
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur