Home / চাঁদপুর / চাঁদপুরে মইনিয়া সাইফিয়া খানকা শরীফে মিলাদ ও দোয়া
মইনিয়া

চাঁদপুরে মইনিয়া সাইফিয়া খানকা শরীফে মিলাদ ও দোয়া

মাইজভান্ডার দরবার শরীফের নবী বংশ আওলাদে রাসুল হযরত শাহ সুফি সৈয়দ মঈন উদ্দিন আহমেদ আল হাসানী আল-হসাইনি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান হযরত শাহ সুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারী ও খলিফা মরহুম আব্দুল হালিম ভান্ডারীর স্মরণে চাঁদপুর শহরের ৫ নং ওয়ার্ড ঢালীর ঘাট আনজু মানে রহমানিয়া মইনীয়া সাইফিয়া খানকা শরীফে মিলাদ ও দোয়া ও অনুষ্ঠিত হয়েছে।

প্রতিমাসের ন্যায় এই মাসে ৪ আগস্ট সোমবার বাদ এশার পর ঢালিরঘাট আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া সাফিয়া খানকা শরীফে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য আগামী ৯ আগস্ট রোজ শনিবার মোহিনিয়া যুব ফোরাম চাঁদপুর জেলা সম্মেলন মতলব উত্তরে অনুষ্ঠিত হইবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান হযরত শাহ সুফি সৈয়দ ডক্টর সাইফুদ্দিন আহমেদ আল হাসানী ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারীও মঈনিয়া যুব ফোরাম এর সভাপতি আওলাদে রাসুল হযরত শাহ সুফি মাশুক মঈনুদ্দিন আল হাসানী আল হুসাইনী আল মাইজভান্ডী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন সম্মেলন সফল করার লক্ষ্যে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি চাঁদপুর সদর উপজেলা সভাপতি ও মাওলানা খলিফা মোহাম্মদ কবির হোসেন গাজী, এ সময় উপস্থিত ছিলেন মঈনীয়া ভক্ত দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক মোহাম্মদ এরশাদ খান, মইনিয়া ভক্ত আনজুমানে রহমানিয়া মইনিয়া চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডাক্তার মোহাম্মদ আলী, জিন্নাহ ও আনকা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারী, আঞ্জুমানে রহমানিয়া চাঁদপুর সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক মিয়াজী, মোহাম্মদ আরশাদ, খানকা কমিটির মোহাম্মদ আলী, খানকার খাদেম আব্দুস সাত্তার গাজজী,এ সময় আরো উপস্থিত ছিলেন মঈনিয়া যুব ফোরাম চাঁদপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ, মোহাম্মদ মারফত আলী , মোহাম্মদ হাসান, মুজিব বাবার ভক্ত মোহাম্মদ জাকির হোসেন বেপারী, মইনিয়া ও সাফিয়া বিভিন্ন তরীকাতে ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সবার মাঝে তাবারক বিতরণ করা হয় ।

স্টাফ করেসপন্ডেট/ ৫ আগস্ট ২০২৫