নতুন খবরে মজেছে শোবিজ। আলোচিত মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন! এ তথ্যের সত্যতা মিলেছে হ্যাপির ছোটবোন শারমিন আক্তার পপির মারফত।
সোমবার দুপুরে পপি তার ফেসবুকের এক স্ট্যাটাসে লিখেন, ‘আলহামদুলিল্লাহ্!! আজকে খুব বড় একটি সুসংবাদ জানতে পারলাম!! আর তা হল, আমার বড় বোন নাজনীন আক্তার হ্যাপির বিয়ে ঠিক করা হয়েছে।’
পপি আরো লিখেন, ‘আমার বোনের পছন্দ ও পরিবারের সবার মত নিয়ে বিয়ের সব কিছু ঠিকঠাক করা হয়েছে। আলহামদুলিল্লাহ্! আলহামদুলিল্লাহ্! আলহামদুলিল্লাহ…..’
এমন খবরের সত্যতা নিশ্চিত করতে হ্যাপির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিয়ের ব্যাপারে আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছি না। সময় হলে সব আমি নিজেই জানাবো।’
এমনকি পাত্র কে সে ব্যাপারেও কিছু বলেননি। তবে ধারণা করা যাচ্ছে পারিবারিকভাবেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিকেটার রুবেল হোসেনের সাবেক এই প্রেমিকা।
প্রসঙ্গত, রুবেলের সাথে সম্পর্কে জড়ানোর জটিলতা নিয়ে নিজেকে সমালোচনায় নিয়ে আসেন তরুণ মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। অনেক ঘটনা আর সংবাদের জন্ম দিয়ে অবশেষে গত মাসু দুইয়েক ধরে এক রকম নিভৃতচারির জীবন যাপন করছেন তিনি। বাদ দিয়েছেন শোবিজের কাজ। ধর্ম কর্মে মন দিয়েছেন।
হ্যাপির এই বদলে যাওয়া নতুন চমক দিয়েছিলো সবাইকে। তবে সেই চমককেও পুরোনো করে দিল রুবেল ছাড়া চিরকুমারী থাকার ঘোষণা দেয়া হ্যাপির হঠাৎ বিয়ের সিদ্ধান্তে!
নিউজ ডেস্ক ||আপডেট: ১০:০৮ পিএম, ০৯ নভেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
