Home / চাঁদপুর / সাহায্যের আবেদন
সাহায্যের

সাহায্যের আবেদন

আমি মোঃ ফারুক আহমেদ (৪৫), পিতা-মৃত. ইব্রাহিম খলিল, সাং-রহমতপুর কলোনী, বাসা নং-১৪৯, চাঁদপুর পৌরসভা।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত সিঙ্গাপুরে ছিলাম। সেখানে থাকা অবস্থায় দুরারোগ্য স্কিন ডিজিজ সিরোসিস রোগে আক্রান্ত হই। এরপর ২০০৭ সালে আমি সিঙ্গাপুর থেকে দেশে চলে আসি। এই দুরারোগ্যের কারনে আমি আর বিয়ে করতে পারি নি। ২০ বছর এই ব্যয়বহুল চিকিৎসার পেছনে আমার ও পরিবারের অনেক অর্থ ব্যয় হয়। বর্তমানে আমি চিকিৎসা খরচবহন করতে পারছি না। পিতা-মাতা মারা যাওয়ায় বর্তমানে আমি অবহেলিত। প্রতিদিন নিজের খাবার যোগাতে অনেক কষ্ট হয়। আমি দেশ বিদেশে থাকা ভাই বোনদের কাছে সাহায্যের আবেদন করছি। যোগাযোগ-০১৮১৫-৫৫৯৪৪৭।

স্টাফ রির্পোটার, ২২ জুলাই ২০২৫