চাঁদপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১৯ আগস্ট) চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালী ও আলোচন সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে ৪টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলহাজ্ব এড. জাহাঙ্গীর হোসেন খান।
সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মেরাজ আহমেদ চোকদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান ঢালী, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান হাসানাত। এ সময় জেলা, উপজেলা ও পৌর সহ বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যারি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য স্বেচ্ছাসেবক দল রাজপথে ছিলো থাকবে।
এ সময় তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি জানান।
প্রতিবেদক- আশিক বিন রহিম