মা’ কথাটি বা শব্দটি এই পৃথিবীর সবচেয়ে আপন। সন্তানের প্রতি মায়ের ই থাকে অকুন্ঠ ভালবাসা! সন্তানের জন্য ব্যাকুল থাকে মায়ের মন। ঠিক তেমনি ভাবে মায়ের আদর, স্নেহ, আর অকুন্ঠ ভালবাসা সকলের মানব হৃদয়কে উদ্বেলিত করে তুলে।
আজকে আমরা আপনাদের নিকট এমন একজন মায়ের সন্ধান নিয়ে এসেছি যে মা সন্তান চোখের সামনে থাকতেও কখনো তার সন্তানকে চোখে দেখেনি।
পাঠকদের জন্য সেই মায়ের দুঃখ ভরা কথাগুলো তুলে ধরছি। ভিডিওটি দেখুন, চোখের পানি ধরে রাখতে পারবেন না।
আপডেট ১১:২০ পিএম ০৬ নভেম্বব, ২০১৫ শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur