জন্মের পর মা-বাবা ছেলের নাম দিয়েছিলেন প্রদীপ কুমার। কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্র্যাজুয়েট প্রদীপ কুমার ধীরে ধীরে রূপান্তর হন নারীতে। তিনি এখন পৃতিকা ইয়াশিনি।
তবে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল পুলিশবাহিনীতে কাজ করার। কিন্তু রূপান্তরকামী হওয়ায় পুলিশবাহিনীতে তার প্রথম আবেদনপত্রটি বাতিল হয়ে যায়। এর প্রতিবাদে আদালতে যান তিনি। মাদ্রাজ হাইকোর্ট তার পক্ষে রায় দিয়ে বলেন, সাব ইন্সপেক্টর পদের জন্য ২৪ বছরের পৃতিকা শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম। পাশাপাশি পুলিশবাহিনীতে রূপান্তরকামীদের যোগ দিতে রিক্রুটমেন্ট বোর্ডকে প্রয়োজনীয় নিয়মের পরিবর্তনেরও নির্দেশ দিয়েছেন আদালত।
অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে লিখিত ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন পৃতিকা। এরপরই তামিলনাড়ু সরকার তাকে নিয়োগ করে। এখন জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে পৃতিকার। এই সাফল্য রূপান্তরকামীদের মনোবল বাড়াতে সাহায্য করবে বলে আশা তার।
আপডেট ০৮:১০ পিএম ০৬ নভেম্বব, ২০১৫ শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur