হিজরী সফর মাসের প্রথম দিন অর্থাৎ আগমাী ১৩ নভেম্বর থেকে পবিত্র ওমরাহ ভিসা প্রদান শুরু হবে । এবছর পবিত্র হজ্ব পালন সম্পন্ন হওয়ার পর হাজীদের নিজ দেশে ফেরত যাওয়ার সর্বশেষ দিন ছিল ২৮ অক্টোবর । এর পনের দিন পরই ওমরাহ ভিসা চালু হচ্ছে । মঙ্গলবার সৌদি হজ্ব মন্ত্রনালয়ের মূখপাত্র হাতিম আল কাদি গণমাধ্যমকে এ তথ্য জানান ।
তিনি বলেন, এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে সর্বমোট তের লাখ সাতাশ হাজার নয়শত চছল্লিশ (১৩,২৭,৯৪৪) জন হজ্ব যাত্রী পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরব আগমন করেন । তারমধ্যে তের লাখ সাতাশ হাজার সাতশত একান্ন (১৩,২৭,৭৫১) জন হাজী পবিত্র হজ্ব পালন শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত গিয়েছেন ।
২০১৬ সালের জন্য দশ মিলিয়ন ওমরাহ ভিসার ব্যবস্হা রয়েছে । ওমরাহ ভিসার মেয়াদ থাকবে দুই সপ্তাহ ।
সাগর চৌধুরী : আপডেট ০১ : ২৬ পিএম, ৫ নভেম্বর 0২০১৫