চাকরির খোঁজে এসে ঢাকার সাভারে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার দুপুরে ওই তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এর আগে সকালে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন ও জাকির হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহীন শাহ পারভেজ বলেন, “শনিবার ওই তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে খাগানে এলাকার আনোয়ার হোসেন, জাকির হোসেন, সুজাত, পলাশসহ পাঁচ যুবক ওই বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে একটি বাড়িতে আটকে তাকে ধর্ষণ করে ওই যুবকরা।”
কয়েকদিন আগে নেত্রকোণার কেন্দুয়া থানার এক গ্রাম থেকে গার্মেন্টসে চাকরির খোঁজে সাভারের খাগানে বড় বোনের বাসায় আসে ১৬ বছর বয়সী ওই তরুণী।
শনিবারই ওই তরুণীকে সাভারের ইসলামিয়া ডিজিটাল ল্যাব ও হাসপাতালে ভর্তি করা হয়। বেসরকারি এই হাসপাতালের আবাসিক ডাক্তার সাদেকুর রহমান জানান, প্রাথমিক পরীক্ষায় তরুণীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৭:১৯ পিএম,০২ নভেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur