Home / চাঁদপুর / তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের অপেক্ষায় জনগণ: মোস্তফা খান সফরী
তারেক রহমানের

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের অপেক্ষায় জনগণ: মোস্তফা খান সফরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এর লক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চাঁদপুর জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব মোস্তফা খান সফরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট এ,এইচ এম আশ্রাফুল ইসলাম, শাহ্ মোহাম্মদ,যুবদল কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন সরকার শাওন, সাবেক ছাত্রনেতা বসির পারভেজ, জেলা জাসাস নেতা মোঃ মোখলেস হাজরা, সুপ্রীম কোর্টের সহকারী এটর্নী জেনারেল এডভোকেট সাইফুল ইসলাম মিয়াজী,মত্সজীবি দলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ,যুবদলের মহানগর নেতা হাফিজুর রহমান।

ঢাকা মহানগর স্বেচছাসেবক দল নেতা এস এ আলামিন এর সভাপতিত্ত্বে মোস্তফা খান সফরী বলেন,তারেক রহমান যে ৩১দফা জাতির সামনে উপস্থাপন করেছেন তা আগামী বাংলাদেশের মুক্তির সনদ।তাতে উন্নতদেশ,সুশাসন এবং৷ বাংলাদেশের জনগনের স্বপ্ন বাস্তবায়নের আকাংখা প্রতিফলন হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, নির্বাচনে জয়লাভ করে সেই স্বপ্নের বাস্তবায়ন করে জনগন কে উন্নত দেশ উপহার দেয়ার জন্য নিরলস ভাবে কাজ করে চলেছেন।বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব গ্রহন করবেন।আমরা এমন এক নেতার দল করি যিনি স্বাধীনতার ঘোষনা দিয়ে নিজে রনাংগনে যুদ্ধ করে আমাদেরকে লাল সবুজ পতাকা উপর দিয়েছেন।জাতি কিয়ামত পর্যন্ত তাকে শ্রদ্ধার সাথে স্মরন করবে।আমাদের প্রিয়নেত্রী বেগম খালেদাজিয়া বাংলাদেশের আপোষহীন নেত্রী,তাকে মাদার অব ডেমোক্রেসী বলা হয়।তিনি বলে থাকেন যে, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই,জনগনই আমার শক্তি।ফ্যাসিষ্ট হাসিনা এমন কোনো নির্যাতন নাই যে খালেদা জিয়া উপর করেননি, তারপর আমাদের নেত্রী প্রতিহিংসামূলক আচরন কখনই করেননি।সম্মান দেয়ার মালিক আল্লাহ তালা, হাসিনা জনরোষে পালিয়ে গেছেন,আর খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানে এয়ারবাসে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। আমাদের সকলেরই উচিত ৩১দফা বাস্তবায়নে কাজ করা।সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।

নিজস্ব প্রতিবেদক,৩১ জানুয়ারি ২০২৫