কম্পিউটার গেম খেলার নেশা অল্প-বিস্তর সকলেরই থাকে। এর জন্য স্ত্রী-র মুখ ঝামটা থেকে মায়ের বকুনি, অফিসে কাজের ফাঁকে ১০ মিনিট খেলেও সহকর্মীদের চক্ষুশূলও হতে পারেন। লাভের লাভ হয় না বললেই চলে। তবে সকলের না হলেও জর্ডন ম্যারনের হয়। আর এমন হয় যে ৩৫ কোটি টাকার বাংলো কেনা তার কাছে কোনো ব্যাপারই নয়!
২৩ বছরের জর্ডন সম্প্রতি হলিউডে একটি হিলটপ বাংলো কিনেছেন, যার দাম প্রায় ৩৫ কোটি টাকা। আরও আশ্চর্যের ব্যাপার এই যে, ইনি শুধুমাত্র কম্পিউটার গেম খেলেই কোটি টাকা কামান। আসেল জর্ডন ইউ টিউবে একটি ভিডিয়ো চ্যানেল চালান। সকলের কাছে ‘ক্যাপ্টেন স্পার্কেল’ নামেই পরিচিত ইনি। এই চ্যানেলে জর্ডনের মাইকত্রাফ্ট গেমস খেলার ভিডিয়ো দেখানো হয়। এর জন্য জর্ডনের সঙ্গে গেমস প্রস্তুতকারি সংস্থা পোলারিসের চুক্তি হয়েছে।
ইউ টিউব এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা শুনলে চমকে যাবেন। ৮৮ লক্ষ। ১৯০ কোটি বারেরও বেশি জর্ডনের গেম খেলার ভিডিও দেখা হয়ে গিয়েছে অনলাইনে। এই বিরাট জনপ্রিয়তার জন্যই রোজগারের পরিমাণটাও বিরাট। যে বাংলোটি জর্ডন কিনেছেন তা দেখলে যেকোনো হলিউড স্টার পর্যন্ত হিংসা করতে পারেন। সূত্র : সংবাদ সংস্থা।
চাঁদপুর টাইমস : এমআরআর
আপডেট : 04:02 পিএম, ৩১ অক্টোবর, ২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur