Home / চাঁদপুর / মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম : শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয়সভা
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম : শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয়সভা

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম : শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয়সভা

যারা জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী, রাষ্ট্র বিরোধীকাজের সাথে জড়িত তারা কখনো ইসলাম ধর্মের মানুষ নয় : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান

চাঁদপুর সদর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ইসলামিক ফাউন্ডেশনের মডেল রিসোর্স সেন্টার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান।

এ সময় তিনি বলেন, ইসলাম ধর্মের মানুষ জঙ্গি, সন্ত্রাসবাদী হতে পারে না। যারা জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী, রাষ্ট্রবিরোধী কাজের সাথে জড়িত তারা কখনো ইসলাম ধর্মের মানুষ নয়। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম মানুষকে সত্যের পথ দেখায়। এ ধর্মের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি বিরাজ করে। মাদক, ইভটিজিং, নারী নির্যাতনসহ সামাজিক অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. হিরণ বেপারীর সভাপতিত্বে ও ফিল্ড সুপারভাইজার মোস্তফা কামালের পরিচালনায় বক্তব্য রাখেন মাস্টার ট্রেনার মো. মহসিনুর আলম।

কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো. জাকির হোসেন, নাত পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের খতিব মাও. মো. রুহুল আমিন।

আনোয়ারুল হক

|| আপডেট: ১০:১৬ পিএম,২৭ অক্টোবর ২০১৫, মঙ্গলবার

 এমআরআর