Home / আন্তর্জাতিক / প্রবাস / চলতি বছর হজে ২৭০ জন বাংলাদেশী হাজি নিহত : ৫৩ জন নিখোঁজ
চলতি বছর হজে ২৭০ জন বাংলাদেশী হাজি নিহত : ৫৩ জন নিখোঁজ
ফাইল ছবি

চলতি বছর হজে ২৭০ জন বাংলাদেশী হাজি নিহত : ৫৩ জন নিখোঁজ

এ বছর হজে মক্কায় ক্রেন দুর্ঘটনায়, মিনায় পদদলিত হয়ে ও স্বাভাবিক কারণে এ পর্যন্ত মোট ২৭০ জন বাংলাদেশী হাজি মৃত্যু বরণ করেছেন।

মক্কায় বাংলাদেশ হজ মিশন এ তথ্য জানিয়েছে।

এর মধ্যে মিনাতে নিহত ১৩৭ হাজি বাংলাদেশী বলে সনাক্ত করা গেছে। এছাড়া মক্কাতে ক্রেন দুর্ঘটনায় মারা গেছেন ১ জন বাংলাদেশী হাজি এবং বাকী ১৩২ জন বাংলাদেশী হাজি মারা গেছেন । এরা সবাই স্বাভাবিক কারণে মারা গেছেন বলে গণ্য করা হয়েছে। এদের মধ্যে মক্কা ও মিনাতে মারা গেছেন ২৫৫ জন, মদিনাতে মারা গেছেন ১১ জন ও জেদ্দাতে ৪ জন।

মিনায় নিহত ১৩৭ জনের মধ্যে ৯৬ জনের পরিচয় সনাক্ত করা গেলেও ৪১ জন বাংলাদেশীর পরিচয় পাওয়া যায়নি। তাছাড়া ৫৩ জন হাজিকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। গুরুতর আহত একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১,০৬,৫৫০ জন বাংলাদেশী হজ করতে এসেছেন, যাদের মধ্যে ২৩ অক্টোবর পর্যন্ত ৮৪,৪৬২ জন দেশে ফিরেছেন। না ফেরার দেশে চলে গেছেন ২৭০ জন বাংলাদেশী। বাকী হাজিদের নিয়ে বিমানের শেষ ফ্লাইট আগামী ২৮ অক্টোবর। এদিকে সৌদি কর্তৃপক্ষ আগামী ২৯ অক্টোবরের মধ্যে সৌদি আরব ছেড়ে সকল বিদেশী হাজিকে নিজ নিজ দেশে ফেরৎ যেতে বলেছেন।

সাগর চৌধুরী, সৌদি আরব

আপডেট: ০৩:৩২ পিএম,২৫ অক্টোবর ২০১৫, রোববার

 এমআরআর