মাসব্যাপী ক্রীড়া উৎসবকে সামনে রেখে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ক্লাব কর্মকতাদের সাথে মতবিনিময় করেছেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও ফুটবল উপকমিটির সভাপতি পুলিশ সুপার শামছুন্নাহার।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাসব্যাপী ক্রীড়া উৎসবের আয়োজন করা হচ্ছে। এখন থেকে প্রতিবছরই ১৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। স্থানীয় ভালো মানের ফুটবল খেলোয়াড়দেরকে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রাখতে হবে। তাদেরকে লটারীর মাধ্যমে বিভিন্ন দলে দেয়া হবে। স্থানীয় ভালো মানের ফুটবলারদেরকে জেলা ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির পক্ষ থেকে নির্ধারিত ম্যাচ ফ্রি দেয়া হবে ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচলানায় সভায় অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম শ্রীরামদী ক্লাবের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহির পাটওয়ারী, নাজির পাড়া ক্রীড়া চক্রের সভাপতি এ কে এম সফিক উল্লাহ সরকার, সাধারণ সম্পাদক শরীফ আশরাফুল হক, বিষ্ণুদী ক্লাবের সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর, নতুনবাজার ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মোহমেডান স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম আখন্দ, চাঁদপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা শামীম ফারুকী, কর্মকতা অমিয় রায় ঝন্টু, ব্রাদাস ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সহ-সাধারণ সম্পাদক বিএম হারুনুর রশিদ, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান খান বাদল, গভর্নিংবডির মহাসচিব জাকারিয়া ভূঁইয়া বতু, আহবায়ক শাহাজাহান কবির খোকন, বিষ্ণুদী ক্লাবের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জগলু, নতুনবাজার ক্রীড়াচক্রের কর্মকতা মজিবুর রহমান প্রমুখ ।
আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur