চাঁদপুর-লাকসাম রেলপথ থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক নারীর লাশ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
উপজেলার টোরাগড় থেকে সোমবার সকালে উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শী মিরাজ জানান, সকালে ঘটনাস্থলে ওই নারীর তিন খণ্ড লাশ দেখতে পাওয়া যায়। সকালে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ওই পথ দিয়ে যায়। ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, সকালে খবর পেয়ে রেললাইনের পাশে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছি।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৫:১৬ পিএম, ১৯ অক্টোবর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur