ভারতের বিহারের পূর্ব চম্পারনে তখন মঞ্চে ভাষণ চলছিল। জনসভার প্রধান অতিথি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সভাপতি লালুপ্রসাদ যাদব চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। আচমকা নির্বাচনী প্রচারের মঞ্চে থাকা সিলিং ফ্যান খুলে পড়ে গেলো লালুর হাতের ওপর।
সিলিং ফ্যানটি পড়ে তার ডান হাতের ওপর। কিছু বুঝে ওঠার আগেই হাত থেকে সটকে পড়ে যায় চা। সামান্য চোট লেগেছে তার। তবে লালু এ ঘটনার পরও মঞ্চ ছাড়েননি। মোতিহারি কেন্দ্রে দলীয় প্রার্থী বিনোদ শ্রীবাস্তবের হয়ে ভাষণও দেন তিনি।
উদ্যোক্তাদের লালু বলেছেন, পাখাটি চলন্ত অবস্থায় বিপজ্জনকভাবে ঘুরছিল। ভাষণে অবশ্য অব্যবস্থার অভিযোগ এনে উদ্যোক্তাদের পাশাপাশি ইলেক্ট্রিশিয়ানেরও সমালোচনা করেন লালু। ঠাট্টার সুরে বক্তব্যে তিনি বলেন, ‘শেরাওয়ালি (দুর্গা) দেবীর আশীর্বাদ মাথার ওপর ছিল বলেই আমার কোনো ক্ষতি হয়নি।
চাঁদপুর টাইমিস নিউজ ডেস্ক: ।। আপডেট ০৪:২৯ পিএম, ১৭ অক্টোবর, ২০১৫ শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur