ভিক্ষা না দেওয়ায় ক্ষুব্ধ ভিক্ষুক এক ব্যক্তিকে ট্রেনের নিচে ধাক্কা মেরে ফেলে হত্যা করেছে।
একই সময় ওই ভিক্ষুকও আত্মহত্যা করেছে। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের কানপুরের রেল স্টেশনের। স্টেশনে শ্রীশ কুমার নামে এক ব্যক্তি ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।
এক ভিক্ষুক এসে তার নিকট একশ’ রুপি চায়। শ্রীশ কুমার তাকে ভিক্ষা দিতে অস্বীকার করে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। ফলে ভিক্ষুক উত্তেজিত হয়ে তাকে গালি দিতে শুরু করে। এর কিছুক্ষণ পর ওই ভিক্ষুক শ্রীশ কুমারকে ঝাপটে ধরে ঘুষি মারতে শুরু করে।
তখন সামনে থেকে আসা দ্রæতগামী ট্রেনের নিচে ভিক্ষুক শ্রীশ কুমারকে নিয়ে ঝাপ দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যায়।
স্থানীয়রা জানান, শ্রীশ আশাপাশের লোকদের সাহায্যে চেয়ে ছিলেন। তবে কেউ তার সাহায্যে এগিয়ে যায়নি। সূত্র: দৈনিক পাকিস্তান।
চাঁদপুর টাইমিস নিউজ ডেস্ক: ।। আপডেট ০২:৪৫ পিএম, ১৭ অক্টোবর, ২০১৫ শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur