Home / সারাদেশ / গভীর রাতে কুমিল্লায় অগ্নিকাণ্ড : ৫কোটি টাকার ক্ষয়ক্ষতি
গভীর রাতে কুমিল্লায় অগ্নিকাণ্ড : ৫কোটি টাকার ক্ষয়ক্ষতি

গভীর রাতে কুমিল্লায় অগ্নিকাণ্ড : ৫কোটি টাকার ক্ষয়ক্ষতি

কুমিল্লা করেসপন্ডেন্ট:

কুমিল্লা বাগমারা বাজারে ভয়বহ অগ্নিকান্ডে আগুনে পুড়েগেছে ১৫টি দোকান। এতে প্রায় ৫কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহষ্পতিবার গভীর রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা বাজারে এ ভয়াবহ অগ্নিকাণেœর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ২টার দিকে বাগমারা বাজারে আকষ্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিষেই আগুণ ছড়িয়ে পড়তে থাকে। পরে স্থানীয়রা খবর দিলে কুমিল্লা, লাকসাম ও নাঙ্গলকোট থেকে দমকল বাহিনীর দু’টি ইউনিট এসে রাত ৩টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বাজারের ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে বেশ কয়েকটি গার্মেন্ট সামগ্রী, ঔষধ ও মনোহারী মালামালের দেকান রয়েছে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুণের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে।

মোট ক্ষয়ক্ষতির পরিমান ৫কোটি টাকাহবে বলে জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

কুমিল্লা করেসপন্ডেন্ট: ।। আপডেট ১২:১২ পিএম, ১৬ অক্টোবর, ২০১৫ শুক্রবার

প্রতিনিধি/ডিএইচ