Home / সারাদেশ / ৮ মাস ধরে শিকলে বাঁধা হারুন
৮ মাস ধরে শিকলে বাঁধা হারুন

৮ মাস ধরে শিকলে বাঁধা হারুন

পটুয়াখালী’র বাউফলের মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের লাল মিয়া হাওলাদার এর ছেলে হারুন হাওলাদার (৩৫) নামের এক মধ্যবয়সী ব্যক্তিকে জ্বীনে ধরেছে বলে কথিত কবিরাজের আদেশে ৮ মাস ধরে শিকলে বেধে রাখা হয়েছে।

হারুনের মা নূরুন্নাহার বেগম গণমাধ্যমকে জানান, “হারুন দু’সন্তানের জনক। সে বাউফল পৌর শহরের একটি ওয়ার্কশপে শ্রমিকের কাজ করত। কিন্তু প্রায় এক বছর আগে হঠাৎ সবার সাথে অস্বাভাবিক আচরন করতে শুরু করে। এরপর তাকে ৭-৮ মাস আগে গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের এক ফকিরের কাছে নিয়ে গেলে হারুনকে বদজ্বীনে ধরেছে”

তিনি আরও জানান, তাকে ভাল করতে হলে ঝাঁর-ফুক ও তাবিজ-কবজ নিতে হবে এবং ভাল না হওয়া পর্যন্ত হাতে-পায়ে শিকল দিয়ে বেধে রাখতে হবে। ”

ফকিরের নির্দেশমত হারুনের মা বাবা বিগত ৮ মাস ধরে হারুনের হাত ও পায়ে শিকল পরিয়ে বেধে রাখছেন। শিকল পড়া অবস্থায়ই চলছে হারুনের জীবন। বিষয়টি এলাকার লোকজন জানলেও জ্বীনের ভয়ে কেই কিছু বলছেন না।”

এ ব্যাপারে বাউফল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ এসএম সায়েম বলেন, হারুন মূলত: মানসিক রোগী। তার সঠিক চিকিৎসা দিতে পারলে সুস্থ হয়ে উঠবে।

হারুনের স্ত্রী রুমা বেগম বলেন, “আমরা গরীব মানুষ। ঠিকমত তিনবেলা খাবার জোটেনা। চিকিৎসা করাবো কিভাবে।”
তিনি হারুনের চিকিৎসার জন্য সমাজের দানশীল মানুষের সহায়তা কামনা করেছেন।”

চাঁদপুর টাইমিস নিউজ ডেস্ক: ।। আপডেট ১১:২২ পিএম, ১৬ অক্টোবর, ২০১৫ শুক্রবার

ডিএইচ