Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে বিট পুলিশিং মতবিনিময়ে সভা
পুলিশিং

শাহরাস্তিতে বিট পুলিশিং মতবিনিময়ে সভা

শাহরাস্তি পৌরসভার ৮,৯ ও ১২নং ওয়ার্ডের ৪নং বিট পুলিশিং মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে শনিবার বিকেলে শাহরাস্তি পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলারের কার্যালয়ে বিট পুলিশিং এর আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়। পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ৪নংবিট পুলিশিং এর ইনচার্জ উপ-পরিদর্শক এসআই মোঃ জাকির হোসেন, এলাকায় মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, চুরি, ঘুষ, দুর্নীতি ইত্যাদি সংক্রান্তে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন বিটের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মোঃ জাকির হোসেন। তিনি আরো বলেন পুলিশের সাথে সমাজের সকল স্তরের মানুষের দূরত্ব কমিয়ে উন্মুক্ত আলোচনা করতে হবে। আপনারা সমাজের ঘটে যাওয়া নানা ঘটনা ও অসংগতির বিষয়ে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করলে খুব স্বল্প সময়ে তা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। কারা সমাজ তথা রাষ্ট্রের ক্ষতি সাধন করছে তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। সামাজিক সকল ব্যাধি দূরীকরণে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষ কে এগিয়ে আসতে হবে। পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। আমরা আপনাদের সহায়তা নিয়ে অপরাধ দমনে কাজ করতে চাই। আপনারা এগিয়ে আসলে অতি অল্প সময়ে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গঠন করতে পারবো।

এ সময় বক্তব্য রাখেন পৌর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহনেওয়াজ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম পন্ডিত, মোঃ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা আক্তার পুতুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী হোসেন, বিট পুলিশিং এর সরকারি ইনচার্জ মোঃ কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ২৫ মে ২০২৪