চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ঈশানবালার নদী ভাঙ্গন প্রতিরোধ কাজের ই-টেন্ডার সম্পন্ন হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত টেন্ডার বিজ্ঞপ্তি পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর প্রকাশ করেছে। যার নম্বর ইজিপি পোর্টাল-৩২৪০৭ ও ৩২৪০৮। রেফারেন্স নম্বর টি-৪৪/৩০১, তারিখ: ৮-১০-২০১৫।
প্রসঙ্গত, ঈশানবালা গত দু’বছর যাবত প্রবল মেঘনা নদীর ভাঙ্গনে পতিত হলে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপির দৃষ্টি আকর্ষণ হলে এবং তারই নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদল সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট পেশ করেন।
ওই রিপোর্ট মতে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধতন কর্তৃপক্ষ ১ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকার একটি বরাদ্দ পেশ করে। গত ৭ সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ড এ বরাদ্দ দেয়।
আবদুল গনি
||আপডেট: ০৪:৩৭ পিএম,১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
