বিদেশ থেকে পাঠানো টাকা যে সব জেলার ব্যাংকের শাখাগুলোতে বেশি এসেছে, তাদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে প্রবাসী আয়ের শীর্ষে রয়েছে ঢাকা জেলা। আর দেশের আটটি বিভাগের মধ্যে চট্টগ্রামের ছয় জেলাই রয়েছে শীর্ষ প্রবাসী আয়ের তালিকায়। এই বিভাগের মোট ১১টি জেলার মধ্যে চট্টগ্রাম রয়েছে শীর্ষ তালিকার দ্বিতীয়তে। এ ছাড়া আছে কুমিল্লা, নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর।
গত বছরের জুলাই থেকে এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের জেলা ভিত্তিক হালনাগাদ রেমিট্যান্স বা প্রবাসী আয়ের তথ্য বলছে এসব কথা। সেখানে দেখা গেছে, প্রবাসীরা দেশে এক হাজার ৫০৭ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল ২১০ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে এসেছে ২১৬ কোটি ৪৬ লাখ ডলার। আট মাসে ঢাকা জেলায় ৫২৩ কোটি ৭৮ লাখ, চট্টগ্রাম জেলায় ১৪২ কোটি ৮৮ লাখ, সিলেট জেলায় ৮৭ কোটি ২৩ লাখ, কুমিল্লায় ৮১ কোটি ৩৭ লাখ, নোয়াখালীতে ৪৬ কোটি ৭৪ লাখ, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ কোটি ৫৬ লাখ, ফেনীতে ৩৭ কোটি ৭৪ লাখ, মৌলভীবাজারে ৩৫ কোটি ৯৭ লাখ, চাঁদপুরে ৩৫ কোটি ৫৪ লাখ ও নরসিংদীতে ২৪ কোটি ৯০ লাখ ডলার এসছে।
সে হিসেবে, চট্টগ্রাম বিভাগে কুমিল্লা দ্বিতীয় এবং দেশের মধ্যে চতুর্থ অবস্থানে আছে। এ ছাড়া নোয়াখালী পঞ্চম, ব্রাহ্মণবাড়িয়া ষষ্ঠ, ফেনী সপ্তম এবং নবম অবস্থানে আছে চাঁদপুর।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৫ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur