বন্ধুত্বের বন্ধন সামাজিক সংগঠনের আয়োজনে এবং চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বেপারীর সৌজন্যে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ড পূর্ব শ্রীরামদি মাহফুজ কমিশনারের বাড়িতে এ আয়োজন করা হয়। এসময় অর্ধশতাধিক গরীব-অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে এ খাদ্যসহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন বেপারী, সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, বন্ধুত্বের বন্ধনের সভাপতি রাসেল পাটোয়ারী, সাধারণ সম্পাদক ওমর ফারুক বেপারী, বন্ধুত্বের বন্ধন সামাজিক সংগঠনের সভাপতি বেবিন্টন দাস কিরণ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ঈদ উপহার বিতরণ কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন, সংগঠনের এম সালাউদ্দিন আল মাহমুদ, মোজাম্মেল খান, আবু জাফর, দ্বিন ইসলাম, শাহালম গাজীসহ সকল সদস্যবৃন্দ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৪ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur