সামাজিক সংগঠন তারুণ্য’র ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় মতলব সদর বাইপাস সড়কে খাঁন কমিউনিটি সেন্টার এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজানের মহত্ত্ব, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ পরস্পরের মধ্যে ছড়িয়ে দিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে আমরা সৌহার্দপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল করতে পেরে খুবই আনন্দ বোধ করছি।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবক আমির খান, ফাইজুল ইসলাম সুজন, মাহবুব আলম রাসেল, ওমর ফারুক, সাইফুল ইসলাম সোহেল, জাকির হোসেন, প্রভাষক আশরাফুল জাহান শাওলিন, আজমত খান, রনি, সুমন, বিল্লাল প্রধান, সিদ্দিক রোমান, মহসিন, রহিম খান, মো: ইসমাঈল, মাহাবুব মিয়া, শামিম, রাসেল প্রধান, ডালিম ফরাজি, তুহিন প্রধান, ফখরুল, আরমান হোসেন, শরিফুল ইসলাম, উজ্জ্বল, মো: ফয়সাল খন্দকার, তানজিল, দ্বীন ইসলাম, মোল্লা শুভ, নবির হোসেন, ফয়সাল খান, মাসুম বিল্লাহ, মেহেদী, সিয়াম, মুজাহিদুল রাব্বি, তামজিদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
দোয়া মাহফিলে দেশ, জাতি, সকল মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা সহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন খালিদ সাইফুল্লাহ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,৩০ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur